অাকাশ জাতীয় ডেস্ক:
পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামে গলায় ছুরি ঠেকিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রাজন মিয়া নামে যুবক। অভিযুক্ত রাজন একই গ্রামের চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা পাকুন্দিয়া থানায় একটি মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বিশ্বনাথপুর গ্রামের একটি প্রাইমারি স্কুলে ক্লাস শেষে বাড়ি ফিরছিল পঞ্চম শ্রেণিপড়ুয়া এই ছাত্রী। ফেরার পথে মালিবাড়ী ঈদগাহ মাঠের নিকট পৌঁছালে একই গ্রামের রাজন মিয়া তাকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। পরে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রাজন পালিয়ে যায়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























