অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার সাভারের আশুলিয়ায় পিকআপ ভ্যান চাপায় রুবেল গাজী ও হাসান আলী নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে লাশ দুটি উদ্ধার করে। মঙ্গলবার রাত দশটার দিকে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার পাইগাছা এলাকার কাশিমনগর গ্রামের রুবেল গাজী ও বগুড়ার সোনাতলা এলাকার গরগবিন্ধপুর গ্রামের হাসান আলী। তারা দুজনই আশুলিয়ার ফিরোজা গার্মেন্টেসের অপারেটর হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেল যোগে এই দুই পোশাকশ্রমিক বাইপাইল এলাকা থেকে নরসিংহপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত দশটার দিকে তারা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুই শ্রমিক মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের উপর আচড়ে পড়েন। পরে স্থানীয়রা নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভ্যান বা ভ্যানের চালককে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























