অাকাশ জাতীয় ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কাবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি ঘুনাপাড়া এলাকার সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাবুল পাকুড়িয়া দহপাড়া গ্রামের মৃত আজিতুল্লাহ মণ্ডলের ছেলে।
কাবুলের লাশ উদ্ধারের কথা জানিয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























