অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব এম. মতিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি দুই ছেলে পাঁচ মেয়ে রেখে গেছেন।
মতিউর রহমান পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসনের ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন।
জানা গেছে, শুক্রবার এম. মতিউর রহমানের লাশ উপজেলার জয়কুল গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। দৈনিক আকাশের প্রকাশক ও সম্পাদক মো: এনামুল হায়দার শিমুল গভীর শোক প্রকাশ করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























