অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাকার্তাগামী ইতিহাদ বিমানের একটি ফ্লাইট থেকে এক নবজাতকের মরদেহ খুজেঁ পাওয়া গেছে। বিমানটি আবুধাবী থেকে জাকার্তা যাচ্ছিল। কর্মকর্তাদের ধারণা ৩৭ বছর বয়সী হানি নামে এক নারী ওই শিশুটির জন্ম দেন। ইন্দোনেশিয়ার পুলিশ পরে ওই নারীকে জাকার্তা বিমানবন্দর থেকে আটক করে।
হানি নামের সন্দেহভাজন ওই মাকে আটকের সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তারা জানান, তাদের ধারণা ৩৭ বছর বয়সী হানি শনিবার আবুধাবি থেকে জাকার্তাগামী ইতিহাদ বিমানের একটি ফ্লাইটে গোপনে শিশুটির জন্ম দেন।
বিমানটির একজন ক্রু ফ্রান্সেসকো ক্যালোর বলেন, হানি নামের ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি ব্যাংককে অবতরণ করে। ৪ ঘণ্টা পর হানির রক্তক্ষরণ শুরু হলে মেডিকেল সাহায্য নিশ্চিত করে ব্যাংককেই রেখে আসা হয় তাকে। তবে জাকার্তায় পৌঁছার পরই বিমানটির ভেতর থেকে নবজাতকের মৃতদেহ পাওয়া যায়।
জাকার্তা বিমানবন্দরের পুলিশ কর্মকর্তা আহমাদ ইউসেফ বলেছেন, জাকার্তাগামী ইতিহাদ বিমানটির একটি টয়লেট থেকে পরিচ্ছন্নকর্মীরা প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মৃতদেহ খুঁজে পায়।
আকাশ নিউজ ডেস্ক 

























