আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ জন যাত্রী নিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে ঘটা ওই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাতে সিএনএন জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানে আটজন আরোহী ছিলেন।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটির তদন্ত করবে। প্রতিবেদন অনুযায়ী, জেট বিমানটি হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘অনুগ্রহ করে বিমানবন্দরে আসা থেকে বিরত থাকুন। এই মুহূর্তে রানওয়ে বন্ধ রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে যাত্রীদের আঘাতের মাত্রা জানা যায়নি।’
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ব্যাঙ্গরের রানওয়ে ৩৩ থেকে উড্ডয়নের জন্য এক পাইলটকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই সব ধরনের আকাশযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিয়ন্ত্রণকারীরা জানান, একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে বলে রিপোর্ট আসে। যার ফলে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি যানবাহন ঘটনাস্থলে পৌঁছায়।
আকাশ নিউজ ডেস্ক 


















