অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকসহ তার সহযোগীরা দশম শ্রেণির এক শিক্ষার্থীকে গণর্ধষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা করেছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রী জানান, গত ছয় মাস ধরে মাস ধরে এলাকার শহীদুল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শনিবার শহিদুল তাকে ঘুরতে যাওয়ার কথা বলে তেতলাবো বাজারে দেখা করতে বলে। সে তেতলাবো বাজারে গেলে প্রেমিক শহীদুল ও তার সহযোগী কাউসার, জয়, শাওন একটি অটোগাড়িতে করে কান্দাপাড়ার মুন্নার বাড়িতে নিয়ে যায়। পরে রাতে আটকে রেখে শহীদুল, কাউসার, জয়, শাওন গণধর্ষণ করে। ধর্ষণের পর সকালে তারা তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 






















