অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলের সঙ্গে ঝগড়া করে মুনজিল তালুকদার (৫০) নামে এক ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া আরএস রেলক্রসিংয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
নিহত মনজিল তালুকদার উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী মহল্লার মৃত হারান তালুকদারের ছেলে।
নিহতের পরিবার জানায়, পারিবারিক বিষয় নিয়ে মনজিলের বড় ছেলের সঙ্গে ঝগড়া বাঁধে। দুপুরে ছেলে ঢাকা যেতে উল্লাপাড়া রেলস্টেশনে গেলে মনজিলও যান স্টেশনে। ছেলে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসে উঠলে তিনি ওই ট্রেনের নিচেই ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
উল্লাপাড়া স্টেশন মাস্টার শামছুল আলম মুনজিল তালুকদারের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মাহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























