অাকাশ জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না দিয়েই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী পাস করার খবর পাওয়া গেছে।
বিষয়টি উপজেলা শিক্ষা অফিস গোপন রাখলেও এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। ওই তিন শিক্ষার্থী হলো, বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী দক্ষিণ আনন্দ স্কুলের আরফান মিয়া, কাইসার মিয়া ও জয়কালিপুর আনন্দ স্কুলের লাহিমা।
গত ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী দক্ষিণ আনন্দ স্কুল ও কালিপুর আনন্দ স্কুলের তিন শিক্ষার্থী এক বিষয়ের পরীক্ষায় অংশ না নিলেও পাসের তালিকায় তাদের নাম এসেছে। পরীক্ষার ফলাফলে আরফান মিয়া (রোল নম্বর ১৫৬৮) পেয়েছে জিপিএ-১.০০ ও তার মোট নম্বর ২১৫, কাইসার মিয়া (রোল নম্বর ১৫৭২) পেয়েছে জিপিএ-১.৬৬, তার মোট নম্বর ২৩৪, লামিয়া (রোল নম্বর ৫৬৭) পেয়েছে জিপিএ-১.০০।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ বলেন, বিষয়টি আমি জেলা শিক্ষা কর্মকর্তা স্যারকে জানিয়েছি। আমার ধারণা যারা নাম্বারিং করেছে তারা হয়তো ভুলবশত করেছে। ভুল সংশোধনের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























