অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের হালুয়াঘাটে জোড়া খুনের ঘটনায় রোববার বিকালে নাহিদ হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রোববার বিকালে নিহত কলেজছাত্র আকাশের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান বাদী হয়ে ৯ জনকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, নাহিদ হাসান নামে এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
তবে তদন্তের স্বার্থে এজহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। উল্লেখ্য, হালুয়াঘাট বাজারের সাহাপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গত শনিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকাশ ও সৌরভ নামে দুই ছাত্র নিহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























