অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরে মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী মারা গেছেন। রবিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোরশেদ মন্ডল (৩৫) ও তার স্ত্রী তানিয়া বেগম (৩০)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরে যাচ্ছিলেন এ দম্পতি। উপজেলার পরিক্ষতপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় খোরশেদ মন্ডল ও তার স্ত্রী তানিয়া বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করলে সেখানে তারা মারা যান। নিহতরা আলমডাঙ্গার উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে আটক করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























