অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের চাপায় জুয়েল (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
জুয়েল উপজেলার মাঝিড়া বন্দরের মেসার্স জুয়েল রেশন স্টোরের স্বত্ত্বাধিকারী ও ডোমনপুকুর নতুনপাড়ার হেলাল উদ্দিনের পুত্র।
প্রত্যেক্ষদর্শীরা জানান, জুয়েল রবিবার বিকেল সোয়া ৩টার দিকে মোটরসাইকেলযোগে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পার্শ্বে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী শাহ ফতেহ আলী নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় চালক জুয়েল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মাঝিড়া বন্দরের লোকজন ধাওয়া করলে বাসটি রেখে চালক পালিয়ে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল ঘটনাস্থলেই মারা যায়। বাসটি আটক করে হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























