অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও শহরে সরিষার তেল মিলের মেশিনের সাথে পেঁচিয়ে মাসুম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার গভীর রাতে কলেজ পাড়াস্থ ইএসডিওর অরণি তেল মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম ইসলাম (২২) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের আবু বক্করের ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাসুম কাজ করার সময় তেল মাড়াইয়ের মেশিনের সোটার ওপর পড়ে গিয়ে জড়িয়ে যায়। এতে তার মৃত্যু হয়। স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা লাশটি মেশিন হতে বের করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























