ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

শিল্প প্রতিষ্ঠানের মালামাল লোপাট, দুই কর্মকর্তা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর শহরের আলিপুর এলাকা থেকে গোপন সংবাদে কোতোয়ালি পুলিশ অভিযান চালিয়ে বেসরকারি একটি শিল্পপ্রতিষ্ঠান অলিলা গ্লাসের চুরি যাওয়া বিপুল পরিমাণ পণ্য সামগ্রীসহ প্রতিষ্ঠানের দুই অসৎ কর্মকর্তাকে আটক করেছে।

শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মাঠে নামে। দীর্ঘদিন যাবৎ কোম্পানির সামগ্রী (গ্লাস) শহরস্থ গেরদা ইউনিয়নের মামুদপুর এলাকার ডিপো থেকে উধাও হয়ে আসছিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ফরিদপুর শাখায় ক্ষতির সম্মুখীন হয়ে আসছিল। গোপন তথ্যে প্রতিষ্ঠানরে মালিক জানতে পারেন তারই অফিসের দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার গ্লাস ওয়্যার পণ্য গোপনে সরিয়ে ফেলে বাইরে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। তারই অভিযোগের ভিত্তিতে পুলিশের এই অভিযান।

ঘটনার বিবরণে জানা যায়, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড ফরিদপুর ডিপো থেকে দীর্যদিন ধরে ডিপোর দুই কর্মকর্তা অসৎ উপায়ে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে লাভবান হয়ে আসছিল। বছর শেষে প্রতিষ্ঠানটি ফরিদপুর জেলায় বিপুল পরিমাণ অর্থ লোকসান গুনে যাচ্ছিল। এক পর্যায়ে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তদন্ত করে দেখেন যে, এই শাখায় অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অফিসিয়াল বোর্ড মিটিংয়ের পর তদন্তের সিদ্ধান্ত নেন।

তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) এ.কে.এম ফকরুল ইসলাম ৫ জানুয়ারি ফরিদপুর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ ৬ জানুয়ারি তদন্ত সাপেক্ষে শহরের আলিপুর এলাকা থেকে কোম্পানির খোয়া যাওয়া বিপুল পরিমাণ পণ্য সামগ্রীসহ ফরিদপুর শাখার ডিপো ইনচার্জ মো. সাহাবুল হক ও রিজিওনাল সেলস ম্যানেজার মো. কামরুজ্জামানকে আটক করে।

পুলিশ জানায়, ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুর এলাকার অলিলা গ্লাসের ডিপো থেকে বেশ কিছুদিন যাবৎ কোম্পানির মালামাল চুরি করে বিক্রি করে আসছিল ডিপো ইনচার্জ মাদারীপুর জেলার চিরাইপাড়া গ্রামের মো. সাহাবুল হক ও কোম্পানির রিজিওনাল ম্যানেজার চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামের মো. কামরুজ্জামান।

সর্বশেষ গত ৩ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মামুদপুরের ডিপো হতে ওই দুই অসাধু কর্মকর্তার যোগসাজসে দুইটি পিকআপ ভর্তি গ্লাস ওয়্যার পণ্য অন্যত্র সরিয়ে নেয়। বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাৎক্ষণিক ঢাকা হতে অডিট টিম ফরিদপুর এসে সত্যতা নিশ্চিত করে এবং থানায় অভিযোগ করেন।

কোম্পানির পক্ষ হতে শক্রবার ৫ জানুয়ারি কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি তৎক্ষণিক তদন্ত শুরু করে। শনিবার সকালে অভিযুক্তদের বাসা হতে প্রায় ৫০ কাটুন কাচের জিনিসপত্র উদ্ধার করে। পরে অভিযুক্ত মো. সাহাবুল হক ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজের পক্ষ হতে কোতোয়ালি থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়। আটকদের স্বীকারক্তি অনুযয়ী তাদের বাসা থেকে বিপুল পরিমাণ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

শিল্প প্রতিষ্ঠানের মালামাল লোপাট, দুই কর্মকর্তা আটক

আপডেট সময় ০৯:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর শহরের আলিপুর এলাকা থেকে গোপন সংবাদে কোতোয়ালি পুলিশ অভিযান চালিয়ে বেসরকারি একটি শিল্পপ্রতিষ্ঠান অলিলা গ্লাসের চুরি যাওয়া বিপুল পরিমাণ পণ্য সামগ্রীসহ প্রতিষ্ঠানের দুই অসৎ কর্মকর্তাকে আটক করেছে।

শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মাঠে নামে। দীর্ঘদিন যাবৎ কোম্পানির সামগ্রী (গ্লাস) শহরস্থ গেরদা ইউনিয়নের মামুদপুর এলাকার ডিপো থেকে উধাও হয়ে আসছিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ফরিদপুর শাখায় ক্ষতির সম্মুখীন হয়ে আসছিল। গোপন তথ্যে প্রতিষ্ঠানরে মালিক জানতে পারেন তারই অফিসের দুই কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকার গ্লাস ওয়্যার পণ্য গোপনে সরিয়ে ফেলে বাইরে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। তারই অভিযোগের ভিত্তিতে পুলিশের এই অভিযান।

ঘটনার বিবরণে জানা যায়, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড ফরিদপুর ডিপো থেকে দীর্যদিন ধরে ডিপোর দুই কর্মকর্তা অসৎ উপায়ে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে লাভবান হয়ে আসছিল। বছর শেষে প্রতিষ্ঠানটি ফরিদপুর জেলায় বিপুল পরিমাণ অর্থ লোকসান গুনে যাচ্ছিল। এক পর্যায়ে কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তদন্ত করে দেখেন যে, এই শাখায় অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অফিসিয়াল বোর্ড মিটিংয়ের পর তদন্তের সিদ্ধান্ত নেন।

তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার (ডিস্ট্রিবিউশন) এ.কে.এম ফকরুল ইসলাম ৫ জানুয়ারি ফরিদপুর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ ৬ জানুয়ারি তদন্ত সাপেক্ষে শহরের আলিপুর এলাকা থেকে কোম্পানির খোয়া যাওয়া বিপুল পরিমাণ পণ্য সামগ্রীসহ ফরিদপুর শাখার ডিপো ইনচার্জ মো. সাহাবুল হক ও রিজিওনাল সেলস ম্যানেজার মো. কামরুজ্জামানকে আটক করে।

পুলিশ জানায়, ফরিদপুর কোতোয়ালি থানার মামুদপুর এলাকার অলিলা গ্লাসের ডিপো থেকে বেশ কিছুদিন যাবৎ কোম্পানির মালামাল চুরি করে বিক্রি করে আসছিল ডিপো ইনচার্জ মাদারীপুর জেলার চিরাইপাড়া গ্রামের মো. সাহাবুল হক ও কোম্পানির রিজিওনাল ম্যানেজার চুয়াডাঙ্গা জেলার কুতুবপুর গ্রামের মো. কামরুজ্জামান।

সর্বশেষ গত ৩ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মামুদপুরের ডিপো হতে ওই দুই অসাধু কর্মকর্তার যোগসাজসে দুইটি পিকআপ ভর্তি গ্লাস ওয়্যার পণ্য অন্যত্র সরিয়ে নেয়। বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হলে তাৎক্ষণিক ঢাকা হতে অডিট টিম ফরিদপুর এসে সত্যতা নিশ্চিত করে এবং থানায় অভিযোগ করেন।

কোম্পানির পক্ষ হতে শক্রবার ৫ জানুয়ারি কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ বিষয়টি তৎক্ষণিক তদন্ত শুরু করে। শনিবার সকালে অভিযুক্তদের বাসা হতে প্রায় ৫০ কাটুন কাচের জিনিসপত্র উদ্ধার করে। পরে অভিযুক্ত মো. সাহাবুল হক ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজের পক্ষ হতে কোতোয়ালি থানায় অভিযোগ করলে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়। আটকদের স্বীকারক্তি অনুযয়ী তাদের বাসা থেকে বিপুল পরিমাণ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।