অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলা রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী শিলা রেল সেতুর নিচে গত ২-৩ দিন ধরে অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধের লাশ পড়েছিল। লাশটি পচে দুর্গন্ধ বেরোলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। শুক্রবার রাতে এসআই আনিছ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটির পাকা দাড়ি, পরনে সাদা চেক লুঙ্গি ও গায়ে গোল গলা সাদা গেঞ্জির উপর সোয়েটার পরানো ছিল।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেচুর রহমান আকন্দ জানান, ধারণা করা হচ্ছে- চলন্ত ট্রেন থেকে পড়ে অথবা দুর্বৃত্তরা ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে থাকতে পারে। লাশটির সন্ধানে ০১৭১৩৩৭৪৫৫৬ নম্বরে যোগযোগ করতে বলা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























