অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলোয়ার হোসেন নামে এক ইটভাটার শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে ফতুল্লার রাজাপুর গ্রামের আশিক ব্রিকফিল্ড থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত দেলোয়ার হোসেন বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুলিশ সোর্স আলমগীর হোসেন ও সফি দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আশিক ব্রিকফিল্ডে এসে লাশ শনাক্ত করি।
নিহত দেলোয়ারের দুই মেয়ে ও স্ত্রী আছে। তিনি ইটভাটার ট্রলার চালক ছিলেন।
ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি খুন। লাশের পাশে ইয়াবা মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। ইটভাটার মালিক অলিউল্লাহ, কর্মকর্তা ও শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আশিক ব্রিকফিল্ডের মালিক অলিউল্লাহ দাবি করেন, হত্যাকাণ্ড কীভাবে হয়েছে- তা জানেন না। ভয়ে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হয়রানির আতঙ্কে তার প্রতিষ্ঠানের কর্মচারীরা সকলেই পালিয়ে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























