অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পরকীয়ার সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে খুন করলো ভারতের এক নারী। দেশটির উত্তর প্রদেশের মাথুরায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ৪৫ বছরের মীনা দেবীকে গ্রেফতার করেছে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, ছয় সন্তানের জননী মীনা দেবী তাঁদের এক আত্মীয়র সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সম্পর্কে বাধা দেওয়ায় প্রেমিকের সাহায্যে সে স্বামীকে খুন করেছে।
পুলিশি জেরায় ওই নারী হত্যার কথা প্রাথমিক ভাবে স্বীকার করে বলেছে, গত সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে খুন করেছে সে। এই অপরাধে তাকে সাহায্য তার প্রেমিক। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 

























