অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনা শহরের কাচারীপাড়া এলাকায় আরিফুল ইসলাম সাগর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত সাগর কাচারীপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক জানান, পাবনা শহরের কাচারীপাড়া এলাকায় বেশ কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে বেদম পিটিয়ে গুরুতর আহত করে রিকশায় তুলে নেয়। পরে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
ওসি আরো বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।
আকাশ নিউজ ডেস্ক 
























