অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বালু ভরাটকে কেন্দ্র করে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোরে সোনারগাঁয়ের কান্দাপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য (মেম্বার) মোশারফ হোসেনসহ ছয়জনকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, সোনারগাঁওয়ে নুরানী গ্রুপের বালু ভরাটকে কেন্দ্র করে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগ্নে মোহাম্মদ আলীর সাথে দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।
সোনারগাঁও থানা পুলিশের ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল জব্বার জানান, বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকেই মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ইউপি সদস্য মোশারফসহ ছয়জনকে আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























