অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন। বুধবার রাতে মুম্বাইয়ের ম্যারোল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পাঁচতলা বিশিষ্ট ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চার ঘণ্টার চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নিহত চারজনকে উদ্ধার করা হয়। এবং আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৯ ডিসেম্বর মুম্বাইয়ের কামালা মিলস রেস্টুরেন্ট ও শপিং কম্পাউন্ড এলাকায় একটি ভবনে আগুন লেগে ১৪ জন মারা যান।
আকাশ নিউজ ডেস্ক 
























