অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকামুখী নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় একটি গাঁজা বোঝাই পিকআপ জব্দ করেছে পুলিশ। এ সময় চালক গাড়িটি ফেলে কৌশলে পালিয়ে যায়। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিকআপটি জব্দ করা হয়।
এসময় পিকআপে তল্লাশি চালিয়ে প্যাকেট করা অবস্থায় ৬৩ বান্ডেল (৭০ কেজি) গাঁজা জব্দ করা হয়। জব্দ গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।
কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রায় ৭০ কেজি গাঁজাসহ পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি এবং ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























