অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরার দেবহাটা সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে তার বাড়ির নিকটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সখিপুর মোড় থেকে মটরসাইকেলযোগে দক্ষিণ সখিপুর নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ৮টার দিকে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকে লাগে। এতে তিনি মারাত্মক আহত হলে প্রথমে স্থানীয়রা তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় জড়িতদের আটক কর হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























