অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়ন থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল নয়টার দিকে বটতলি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কোনো এক সময় মুছাপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে চরফকিরা যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে যুবকের মৃতদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























