অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নববর্ষের সৌন্দর্য আকাশ থেকে উপভোগ করতে অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে ৬ জন আরোহী আকাশে উড্ডীন হন। সিডনি নদীতে বিমানটি পড়ে গেলে ছয়জন আরোহীই মারা যায়।
নিহত ৬ জনের নামপরিচয় এখনো জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে।
সিডনির পর্যটন সংস্থা ‘সি-প্লেন’ কোম্পানি বিমানটি পরিচালনা করছিল। তাদের বিমানে এড শেরান, স্যাম স্মিথ, টেক মোঘল বিল গেটসের মতো অনেক বিখ্যাত তারকা সৌন্দর্য্য উপভোগ করেছেন।
অস্ট্রেলিয়া পুলিশ জানায়, সি-প্লেনটি সিডনির উত্তরে অবস্থিত একটি রেস্তোরাঁ থেকে ৫ আরোহীকে নিয়ে শহরটির পূর্ব দিকে অবস্থিত রোজ বেতে ফিরছিল। দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি দ্রুত পানিতে তলিয়ে যায়। এতে বিমানে থাকা ছয় জন আরোহী মারা যায়।
আকাশ নিউজ ডেস্ক 




















