অাকাশ জাতীয় ডেস্ক:
যশোরে আওয়ামী লীগের জনসভায় অসুস্থ হয়ে মোস্তফা (৫৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি জনসভাস্থল এলাকায় অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
মোস্তফা যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল এলাকার জবেদ আলীর ছেলে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু সাংবাদিকদের জানান, বেলা সোয়া ২টার দিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থল যশোর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের একজন মারা গেছেন।
হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, মোস্তফাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে যারা হাসপাতালে এনেছিলেন, তারা ডাক্তারকে জানান মিছিল করার সময় ওই ব্যক্তি রাস্তায় পড়ে যান। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























