অাকাশ জাতীয় ডেস্ক:
এবারের জেএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মাদারীপুরের কালকিনিতে প্রান্ত (১২) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ডাসার এলাকার শশিকর গ্রামের অমল বিশ্বাসের ছেলে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয় থেকে প্রান্ত জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। শনিবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ পরীক্ষায় সে প্রত্যেক বিষয়ে ফেল করে। এতে সে লজ্জায় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের বাবা অমল বিশ্বাস বলেন, সে পরীক্ষায় ফেল করায় লজ্জায় আত্মহত্যা করেছে। এ ব্যাপারে ডাসার ওসি (তদন্ত) নাসিরউদ্দিন বলেন, পরীক্ষায় ফেল করায় পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আকাশ নিউজ ডেস্ক 
























