অাকাশ জাতীয় ডেস্ক:
জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের প্রভিটা পার্কের সামনে ট্রলি চাপায় আবদুর রহিম (৩২) নামের এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহিমের গ্রামের বাড়ী উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের আলার বাড়ীর কালু মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় লোকজন জানান, আজ শনিবার ৭.০০ টায় বাড়ী থেকে সাইকেলযোগে রামগঞ্জে আসার পথিমধ্যে ব্রীকফিল্ডের মাটি আনা নেয়ার কাজে ব্যবহৃত দানবীয় চাকার ট্রলি প্রভিটা পার্কের গেইট এলাকায় আবদুর রহিমকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। মূমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রলির চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
রামগঞ্জ থানার এস আই পংকস হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রেকর্ড করে।
মো: ছায়েদ হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























