অাকাশ জাতীয় ডেস্ক:
শ্যামনগর উপজেলার নুরনগরের চিংড়ী ব্যবসায়ী আছাদুর হত্যায় লিটনকে পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল সংলগ্ন চুনোখালী বিল থেকে গ্রেপ্তার করেছে। এসময় তার সহযোগী যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার সোহান ওরফে সুমনকেও ওই হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়।
লিটন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। প্রাথমিকভাবে লিটন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের পিতা নুরনগরের পাশের আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বার বাদী হয়ে মামলা করবে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে মাত্র ১২/১৪ ঘণ্টার মধ্যে কুল কিনারা না থাকা একটি হত্যাকান্ডে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতা ও চাতুর্য্যরে প্রশংসা জানিয়েছে বিভিন্ন মহল।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টার দিকে নুরনগর বাজার সংলগ্ন দেওড়াবাড়ী এলাকায় নিজ মৎস্য খামারে যাওয়ার সময় দুর্বৃত্তর হাতে চিংড়ী ব্যবসায়ী আছাদুর রহমান নিহত হন।
আকাশ নিউজ ডেস্ক 
























