অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে ৩ টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্যামলী বেগম (২১) নামে এক গৃহবধূ। বুধবার রাতে হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি কন্যা সন্তান প্রসব করেন তিনি। শ্যামলী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুরের সারলডাঙ্গা গ্রামের আব্দুল্লাহিল কাফীর স্ত্রী।
রামেকের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সালেহা জেসমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তারা এখন ঝুঁকি মুক্ত।
ডা রুস্তম আলী বলেন, স্বজনেরা তাকে হাসপাতালে আনলে চিকিৎসক অস্ত্রপচার করেন। সময়ের আগেই ৩৪ সপ্তাহ বয়সে জন্ম নেয় তিনটি কন্যা সন্তান। জন্ম নেয়া তিন নবজাতক প্রথমটির ওজন ১.৮গ্রাম, দ্বিতীয়টি ২ কেজি এবং তৃতীয় কন্যা নবজাতক ১.৪ গ্রাম ওজনে জন্ম নেয়। তবে নবজাতক শিশু তিনটি সুস্থ্য আছে।
তিন কন্যা সন্তানের আগমণে বেশ আনন্দিত শ্যামলী বেগমও। তবে ছোট সংসারে শিশু তিনটির লালন-পালন নিয়ে বেশ চিন্তিতও রয়েছেন তিনি।
স্বামী আব্দুল্লাহিল কাফী বলেন, তিন কন্যার আগমে পরিবারের সবাই খুব আনন্দিত। বাড়ি গিয়ে আকিকা দিয়ে সাত দিনের মধ্যে নবজাতকদের নাম রাখবেন।
আকাশ নিউজ ডেস্ক 






















