অাকাশ জাতীয় ডেস্ক:
চুয়াডাঙ্গা নয়মাইল নামক এলাকায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। তার নাম রাশেদুল ইসলাম। নিহত রাশেদুল আলমডাঙ্গা উপজেলার পাঁচকমলাপুরের রাজ্জাক বিশ্বাসের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, রাশেদুল ঢাকায় ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। কিছুদিন আগে তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার সকালে মোটসাইকেল করে ঢাকায় যাচ্ছিলেন তিনি। নয়মাইল এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























