অাকাশ জাতীয় ডেস্ক:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকায় কল্পনা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমা খাতুন ওই উপজেলার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকার লতিফ হোসেনের স্ত্রী।
প্রতক্ষ্যদর্শী বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রবিবার সকালে কল্পনার স্বামী লতিফ বাজারে গেলে তার স্ত্রী নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। বাজার থেকে এসে দরজায় ধাক্কা দিলে কোনো সারা না পেয়ে লতিফ তার ঘরের চালার টিন সরিয়ে ঘরে প্রবেশ করে দেখতে পান স্ত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছে। লতিফ চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসলে কল্পনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধ্রা করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর সে বিষয়ে নিশ্চিত করা যাবে বলে ওসি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























