আকাশ আইসিটি ডেস্ক:
বাংলাদেশ সরকারের অনুরোধে ২১টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধে তথ্য দেওয়ার পরিসংখ্যান ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারকে আগের চেয়ে এখন বেশি তথ্য দিচ্ছে ফেসবুক। এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত ফেসবুকের কাছে ৪৪টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে অনুরোধ করে সরকার। এর মধ্যে ফেসবুক ২১টি অ্যাকাউন্টের তথ্য দিয়েছে। ৪৪টি অ্যাকাউন্ট সম্পর্কিত সরকার যে অনুরোধ করেছে সেখানে ১০ অ্যাকাউন্টের সংরক্ষণের অনুরোধ করা হয়েছে এবং ব্যবহারকারী বা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে ১১টির। ফেসবুক সরকারকে এসব অ্যাকাউন্টের ৪৫ শতাংশ তথ্য দিয়েছে।
এর আগে, ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের কাছে তথ্য চেয়ে ৪৯টি অনুরোধ পাঠায় বাংলাদেশ সরকার। এর মধ্যে ৫৭টি ছিল ব্যবহারকারীর তথ্য সংক্রান্ত। ফেসবুক সে সময় ২৪.৪৯ শতাংশ তথ্য দিয়েছিল।
উল্লেখ্য, ফেসবুক ছয় মাস পরপর এই ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে।
আকাশ নিউজ ডেস্ক 

























