অাকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের জগৎপুর গ্রামে ইমন মিয়া (১৮) নামে এক প্রতিবন্ধী তরুণ পুকুরে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজী মৃত সোনাহর মিয়ার বাড়ির পুকুরে এ ঘটনাটি ঘটে। ইমন মিয়া রাতগাঁও গ্রামের মৃত আব্দুল হাসেম এর ছেলে।
হাজী মৃত সোনাহর মিয়া ছেলে জাকির হোসেন জানান, ইমন দীর্ঘদিন যাবত আমাদের বাড়িতে বসবাস করে আসছিল আজ দুপুরে সবার অজান্তে বাড়ির পুকুরে গোসল করতে যায়। তার কোনো সারাশব্দ না পেয়ে তাকে সবাই খোঁজা শুরু করেন। পরে সন্ধ্যায় পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে।
আখাইলকুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. আলাউর রহমান আলা বিষয়টি নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























