অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পানারখীল একতা সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে ফটিকছড়ি পৌরসভাধীন ধুরুং পানারখীল কুলিয়া পুকুড় মাঠ প্রাঙ্গণে ফাতেহয়া ইয়াজদাহুম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল আয়োজক কমিটির সভাপতি মালেক হাজীর সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সাঞ্চলনায় এতে প্রধান বক্তা ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব চট্টগ্রাম খতিবের হাট তৈয়বিয়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মুফতি মওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ বক্তা, চট্টগ্রাম আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মওলানা মুহাম্মদ ইউসুফ আল কাদেরি, ফটিকছড়ি দৌলতপুর এ,বি,সি ছৈয়দিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,খতিব মওলানা মুহাম্মদ মহিউদ্দীন আল কাদেরি।
অন্যোন্যর মধ্যে উপস্থিত ছিলেল, পানারখী একতা সংঘের সভাপতি মো. এমদাত হোসাই, সহ-সভাপতি আলমগীর, মো. এয়াকুব মানিক(এফসিএন), মোঃ হাসান, মো. এয়াকুব। সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ সহ-সাধারণ সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো.মেজবাহ উদ্দিন (মুন্না)অর্থ সম্পাদক মো. খাইরুল আমিন, সহ-অর্থ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. ইমতিয়াজ উদ্দিন (ফরহাদ)।
ক্রিড়া সম্পাদক মো. মহিনউদ্দিন (মন্টু), সহ-ক্রিড়া সম্পাদক ইকবাল হোসেন, মো. আরাফাত উদ্দিন (মনজু), গ্রন্থাগার সম্পাদক মো. আজাদ হোসেন (রোকন)সমাজ কল্যাণ সম্পাদক মো. ফোরকান, সহ- সমাজ কল্যাণ সম্পাদক মো. হাসান, মো. মামুন। সাংস্কৃতিক সম্পাদক মো. দিদার, সহ- সাংস্কৃতিক সম্পাদক মো. এনামুল হক রকি, মো. আলি আকবর।
ধর্মীয় সম্পাদক মো.সহ-ধর্মীয় সম্পাদক মো. মিজান। প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ- প্রচার সম্পাদক রমজান আলী (জুয়েল), মো. নাঈম উদ্দিন। কার্যকরী সদস্য মো. দিদারুল আলম, মো.সেলিম, মো. শিফাত ইশতিয়াক (শিপু) প্রমুখ।
মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 






















