অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে সোহেল নামে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সোহেল উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের এলেম খার ছেলে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিবার জানায়, বিদেশ থেকে ফেরত এসে সোহেল ৩/৪মাস আগে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে যাত্রী আনা-নেয়া করত। গত সোমবার রাত ৮টার পর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে সোহেলকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে বহরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সোহেলের পরিবার এটি সোহেলের লাশ হিসেবে শনাক্ত করে। পরে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়।
নিহতের পরিবার আরো জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেল ছিনিয়ে সোহেলকে খুন করে পালিয়ে গেছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 






















