অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কানাইপুর-চিতারবাজার আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নের ভাটদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নসিমন চালক মো. ওবায়দুর শেখ পূর্ব ভাটদি গ্রামের পাঁচু শেখের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিতারবাজারগামী একটি ট্রাকের সাথে কানাইপুরগামী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে নসিমনটি সড়কের ওপর উল্টে যায়। এসময় নসিমনচালক ওবায়দুর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আজিজুল মল্লিক নামে এক নসিমন যাত্রী আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























