অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইয়েমেন থেকে সৌদি আরবে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তাকে ‘ভিত্তিহীন ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি। তিনি বলেছেন, ‘ইরান কখনোই ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেয়নি।’
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি একটি মোটা পাইপ সদৃশ একটি বস্তুকে সাংবাদিকদের দেখিয়ে দাবি করেন, ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এটি তার ধ্বংসাবশেষ। তিনি কথিত ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে দাবি করেন, ইরান এই ক্ষেপণাস্ত্র হুতি যোদ্ধাদের দিয়েছে। ইরান তাৎক্ষণিকভাবে ওই দাবি নাকচ করে দিয়ে হ্যালির অভিযোগকে ‘ভিত্তিহীন ও উসকানিমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে।
এ সম্পর্কে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর বেলায়েতি আরো বলেন, ‘আন্তর্জাতিক ইস্যুতে কীভাবে কথা বলতে হয় তার ন্যুনতম কূটনৈতিক বোধ নিকি হ্যালির নেই। তিনি হচ্ছেন তার বস ডোনাল্ড ট্রাম্পের মতো যিনি ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে উল্টাপাল্টা বক্তব্য দিতে অভ্যস্ত।’
ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনের জবাবে গত ৪ নভেম্বর হুতি আনসারুল্লাহ যোদ্ধারা রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভূপাতিত করার দাবি করে।
আকাশ নিউজ ডেস্ক 
























