অাকাশ জাতীয় ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় উম্মে হেনা (৮) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে ওই গ্রামের আবু সামার মেয়ে ও সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে সাহেবনগর বাকীর মোড় নামক স্থানে একটি মাটি বাহী ট্রলির ধাক্কায় স্কুল ছাত্রী উম্মে হেনা নিহত হয়।
স্থানীয়রা জানান, উম্মে হেনা সকালে বাড়ি থেকে আরবি পড়ার জন্য এক আরবী শিক্ষকের বাড়ি যাচ্ছিল। সে গ্রামের বাকীর মোড় নামক স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা জানান, উম্মেহেনা বাড়ি সংলগ্ন রাস্তার পার্শে দাঁড়িয়ে ছিলো। পেছন থেকে একটি স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বার চালককে আটক করে পুলিশে দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























