অাকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে আন্নি আকতার নামে এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে পরিবারের লোকজন শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
আন্নি আকতার কাথম পশ্চিমপাড়ার আব্দুল হান্নানের মেয়ে এবং কাথম বালিকা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায় আন্নি। সকালে ঘর থেকে বের না হলে পারিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখেতে পায় তারা। পরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























