অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদী সদর উপজেলায় ১১ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের পর পরিবারের কেউ যেন মামলা করতে না পারে, সে জন্য দুই দিন বাড়িতে সবাইকে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে মেয়েটি অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসার জন্য বাইরে নিতে দেয়া হয়। আর মেয়েটিকে হাসপাতালে ভর্তির পর নরসিংদী থানায় মামলা করেছেন তার মামা।
শিশুটির মামার অভিযোগ, গত ৮ ডিসেম্বর রাত্র আটটার দিকে তার ভাগ্নি তার মাকে ডাকতে গেলে একই এলাকার স অদ্যাক্ষরের একজন শিশুটিকে ছুরির ভয় দেখিয়ে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে।
মেয়েটি বাড়িতে এসে সব খুলে বলে। পরে অভিযুক্তের বাবা ও এলাকার মুরুব্বিদেরকে বিষয়টি জানানো হলে তারা মেয়েটির পরিবারকে দুই দিন জিম্মি করে রাখে। এর মধ্যে মেয়েটি অসুস্থ হয়ে পরলে কারো কাছে না বলার শর্তে তাকে চিকিৎসার জন্য বাড়ির বাইরে যেতে দেয়া হয়। মেয়েটি বর্তমানে নরসিংসী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোজাফফর হোসেন দৈনিক আকাশকে বলেন, এই মামলার আসামি একজন খারাপ প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























