অাকাশ জাতীয় ডেস্ক:
নিখোঁজের ছয় দিন পর বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজের সামনের একটি পুকুর থেকে বুধবার লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরে সরকারি আইন উদ্দিন কলেজের সামনের পুকুর থেকে জনি শেখের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
নিহত জনি বনমালদিয়া গ্রামের মো. জলিল শেখের পুত্র। তিনি বনমালিদিয়ার বাজার (মেছড়দিয়ার মোড়) সিদ্ধ ডিমের ব্যবসা করতেন। নিহতের বাবা জলিল শেখ জানান, শুক্রবার রাতে নিখোঁজ হয় জনি। তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আকাশ নিউজ ডেস্ক 
























