আকাশ বিনোদন ডেস্ক:
মিশরের শাইমা আহমেদ নামের সেই বিতর্কিত গায়িকাকে মঙ্গলবার দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ২৫ বছর বয়সী এ গায়িকার একটি মিউজিক ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়। সেখানে তাকে পুরুষদের সামনে ‘কলা খাওয়াসহ একাধিকবার উত্তেজক শারিরীক ভঙ্গি’ করতে দেখা গেছে। যা মিশরের মতো রক্ষণশীল দেশে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এ অপরাধে গত মাসেই শাইমা আহমেদকে গ্রেফতার করা হয়। সমালোচনা শুরু হওয়ায় ক্ষমাও চেয়েছিলেন তিনি। শাইমা স্বীকার করে নেন, ‘তিনি যা করেছেন ঠিকভাবে করেননি। ‘ একই অভিযোগে ভিডিওর পরিচালককেও দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। সূত্র : বিবিসি
আকাশ নিউজ ডেস্ক 























