ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করিনি : সিইসি নির্বাচনে অংশ নেবে কিনা ভাববে এনসিপি : আসিফ মাহমুদ প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে : আব্দুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি

মোশাররফ করিম ও মিলনের ‘লাগ ভেলকি’

আকাশ বিনোদন ডেস্ক:

এবার একসঙ্গে দুই তারকা আসছেন বড়পর্দায়। মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলনকে এবার দেখা যাবে  ‘লাগ ভেলকি’ নামক নতুন ছবিতে। যেন তারা ভেলকি দেখাতে আসছেন নতুন ভাবে, নতুন সাজে।

জানা যায়, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলন। যদিও এর নাম আগে ছিল ফালতু। ছবিটির প্রযোজক টপি খান।

প্রযোজক বলেন, ‘ফালতু’ নামটি বাদ দিয়ে নতুন করে নির্মিত হবে ‘লাগ ভেলকি’ নাম দিয়ে। আর দুই অভিনেতাকেই চুক্তিবদ্ধ করেছি। আশা করছি নতুন কিছু দর্শকদের দিতে পারবো।

ছবিতে মানসিক সমস্যায় ভোগা শিবু চরিত্রে অভিনয় করবেন মিলন। শ্মশানে যার জন্ম আর বেড়ে ওঠা।

শ্মশানে মানুষের শবদেহ পোড়ানোর দৃশ্য ওর মগজে গেঁথে থাকে। শিবু জানে না সে হিন্দু নাকি মুসলিম।

অন্যদিকে, মোশাররফকে দেখা যাবে ভ্রাম্যমাণ ম্যাজিশিয়ান হিসেবে, যে মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়। এক পর্যায়ে তাকে যেতে হয় হাজতে। সেখানেই মিলনের সঙ্গে পরিচয় ঘটবে মোশাররফের।

চেরি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি নির্মিত হবে। তবে দুই নায়কের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটি এখনো চূড়ান্ত নয় বলেই জানালেন প্রযোজক। এর আগে ছবিটিতে মাহি কাজ করবেন বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মাহি চূড়ান্ত নয় বলে জানায়। জানা যায়, আগামী মার্চেই ‘লাগ ভেলকি’র শুটিং শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিম ও মিলনের ‘লাগ ভেলকি’

আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

এবার একসঙ্গে দুই তারকা আসছেন বড়পর্দায়। মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলনকে এবার দেখা যাবে  ‘লাগ ভেলকি’ নামক নতুন ছবিতে। যেন তারা ভেলকি দেখাতে আসছেন নতুন ভাবে, নতুন সাজে।

জানা যায়, ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন মোশাররফ করিম ও আনিসুর রহমান মিলন। যদিও এর নাম আগে ছিল ফালতু। ছবিটির প্রযোজক টপি খান।

প্রযোজক বলেন, ‘ফালতু’ নামটি বাদ দিয়ে নতুন করে নির্মিত হবে ‘লাগ ভেলকি’ নাম দিয়ে। আর দুই অভিনেতাকেই চুক্তিবদ্ধ করেছি। আশা করছি নতুন কিছু দর্শকদের দিতে পারবো।

ছবিতে মানসিক সমস্যায় ভোগা শিবু চরিত্রে অভিনয় করবেন মিলন। শ্মশানে যার জন্ম আর বেড়ে ওঠা।

শ্মশানে মানুষের শবদেহ পোড়ানোর দৃশ্য ওর মগজে গেঁথে থাকে। শিবু জানে না সে হিন্দু নাকি মুসলিম।

অন্যদিকে, মোশাররফকে দেখা যাবে ভ্রাম্যমাণ ম্যাজিশিয়ান হিসেবে, যে মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়। এক পর্যায়ে তাকে যেতে হয় হাজতে। সেখানেই মিলনের সঙ্গে পরিচয় ঘটবে মোশাররফের।

চেরি এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি নির্মিত হবে। তবে দুই নায়কের সঙ্গে নায়িকা কে থাকছেন সেটি এখনো চূড়ান্ত নয় বলেই জানালেন প্রযোজক। এর আগে ছবিটিতে মাহি কাজ করবেন বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মাহি চূড়ান্ত নয় বলে জানায়। জানা যায়, আগামী মার্চেই ‘লাগ ভেলকি’র শুটিং শুরু হবে।