অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার কমে গেছে পাসের হার ও জিপিএ-৫। এবার পাস করেছে ৭১ দশমিক ৩০ শতাংশ। যা গত বছরের তুলনায় চার দশমিক এক শতাংশ কম। আর জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। যা গত বছরের চেয়ে ৭৭৯ জন কম। রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।
পরীক্ষা নিয়ন্ত্রণ তরুণ কুমার বলেন, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। এ বছর এক লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আর গত বছর পরীক্ষার্থী ছিল এক লাখ ৭ হাজার ৯০ জন।
এবার পাস করেছে ৭১ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী। সেখানে গত বছর পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে চার দশমিক এক শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ছয় হাজার ৭৩ জন। গত বছরের চেয়ে এবার ৭৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























