ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঁচিশ বছর পর মেহরাবে নববিতে দাঁড়িয়ে জুমা আদায়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দীর্ঘ ২৫ বছর পর পবিত্র মসজিদ নববিতে রাসুল (সা.)-এর স্মৃতিজড়িত মেহরাবে নববিতে ৮ ডিসেম্বর জুমার খুতবা ও নামাজ আদায় করা হয়েছে।

আরব নিউজের তথ্য মতে, সর্বশেষ ১৪১৪ হিজরিতে মসজিদে নববির ‘মেহরাবে নববিতে’ রমজান মাসে তারাবি ও বিতরের নামাজ আদায় করা হয়েছে।

প্রসঙ্গত, হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত মেহরাবকে ‘মেহরাবে নববি’ বলা হয়ে থাকে। পরে ইসলামের প্রথম খলিফা হজরত প্রথম এবং দ্বিতীয় খলিফা যথাক্রমে হজরত আবু বকর সিদ্দিক ও উমর (রা.)ও ওখানে দাঁড়িয়েই খুতবা দিতেন এবং নামাজ পড়িয়েছেন।

তৃতীয় খলিফা উসমান (রা.)-এর আমলে মসজিদে নববির সম্প্রসারণ করা হলে তাদের সম্মানে মেহরাবে নববির পরিবর্তে নতুন একটি মেহরাব নির্মাণ করা হয়- যা ‘মেহরাবে উসমানি’ নামে পরিচিত।

দীর্ঘদিন ধরে মেহরাবে উসমানি থেকেই খুতবা ও নামাজ পরিচালনা হয়ে আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড় নিয়োগ দিচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

পঁচিশ বছর পর মেহরাবে নববিতে দাঁড়িয়ে জুমা আদায়

আপডেট সময় ০৩:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দীর্ঘ ২৫ বছর পর পবিত্র মসজিদ নববিতে রাসুল (সা.)-এর স্মৃতিজড়িত মেহরাবে নববিতে ৮ ডিসেম্বর জুমার খুতবা ও নামাজ আদায় করা হয়েছে।

আরব নিউজের তথ্য মতে, সর্বশেষ ১৪১৪ হিজরিতে মসজিদে নববির ‘মেহরাবে নববিতে’ রমজান মাসে তারাবি ও বিতরের নামাজ আদায় করা হয়েছে।

প্রসঙ্গত, হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত মেহরাবকে ‘মেহরাবে নববি’ বলা হয়ে থাকে। পরে ইসলামের প্রথম খলিফা হজরত প্রথম এবং দ্বিতীয় খলিফা যথাক্রমে হজরত আবু বকর সিদ্দিক ও উমর (রা.)ও ওখানে দাঁড়িয়েই খুতবা দিতেন এবং নামাজ পড়িয়েছেন।

তৃতীয় খলিফা উসমান (রা.)-এর আমলে মসজিদে নববির সম্প্রসারণ করা হলে তাদের সম্মানে মেহরাবে নববির পরিবর্তে নতুন একটি মেহরাব নির্মাণ করা হয়- যা ‘মেহরাবে উসমানি’ নামে পরিচিত।

দীর্ঘদিন ধরে মেহরাবে উসমানি থেকেই খুতবা ও নামাজ পরিচালনা হয়ে আসছিল।