আকাশ আইসিটি ডেস্ক:
বাংলাদেশে ই-গভর্নমেন্ট বাস্তবায়নের জন্য একটি মাস্টার প্ল্যানের প্রয়োজন বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, জাতিসংঘের ই-গভর্নমেন্ট সার্ভে ২০১৬ অনুযায়ী বাংলাদেশ ১২৪ নম্বরে আছে। আমরা এখনো সুবিধাজনক অবস্থানে নেই। তাই ই-গর্ভমেন্ট বাস্তবায়নের জন্য একটি মাস্টার প্ল্যানের প্রয়োজন।’
শুক্রবার ডিজিটাল ওয়ার্ল্ড এর তৃতীয় দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে অনুষ্ঠিত ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক সেমিনার তিনি একথা বলেন।
পলক বলেন, ‘ই-গর্ভমেন্ট বাস্তবায়নের জন্য সরকার প্রাথমিকভাবে ১০টি পৌরসভাকে ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সরকার ২০২১ সালের মধ্যে দারিদ্র্য বিমোচন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং ডু।
সেমিনারে পলক বলেন, ‘ই-গর্ভমেন্ট মাস্টার প্ল্যান তৈরির ক্ষেত্রে, ই-সরকার, কোরিয়া প্রজাতন্ত্রের নেতাদের একজন আমাদের সাহায্য করছে। তিনি জানান, আইসিটি সেক্টরকে আরও সহজতর করার জন্য এবং সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা খুবই দরকার।
সেমিনারে ডিজিটাল বাংলাদেশ এর জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য কোরিয়া সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সিকে আইসিটি প্রতিমন্ত্রী ধন্যবাদ জানান।
পলক জানান, ডিজিটাল বাংলাদেশ এর জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য ‘ডিজিটাল মিউনিসিপালিটি সার্ভিসেস সিস্টেম’ নামে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার মধ্যে ১০টি পৌরসভাকে প্রাথমিকভাবে অনলাইনে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, কাউন্সিলরের প্রশংসাপত্র, স্বয়ংক্রিয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ই-ট্রেড লাইসেন্স সেবা থাকবে। যা আগামীতে সারাদেশের সব পৌরসভায় চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার।
আকাশ নিউজ ডেস্ক 



















