অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাতিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ কোতয়ালী থানার ঘোড়ামারা কিষ্ণুনগর এলাকার মৃত আবদুল ওয়াবের ছেলে।
কুমিল্লা কোতয়ালী থানার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন জানান, আব্দুল ওয়াদুদ ছাতিপট্টি এলাকার প্রাইম ব্যাংকের শাখা থেকে নেমে রাস্তার পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
অপরদিকে একই দিন চকবাজার এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় চার যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন।
আকাশ নিউজ ডেস্ক 
























