ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

কুমিল্লায় পুলিশ পেটানোর মামলা নিতে পুলিশেরই অনাগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীরা চার পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় নয় দিনেও হামলাকারী কাউকে আটক করা যায়নি। এমনকি আহত পুলিশ সদস্যরা মামলা করার চেষ্টা করেও পারেননি। ।

গত ২৭ নভেম্বর রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খোদাইভিটা এলাকায় মাদক বিক্রির অভিযোগে মো. শহিদ নামে একজনকে আটক করে পুলিশ। আটকের জের ধরে উপজেলা ছাত্রলীগের কয়েকজন সদস্য পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্যকে পিটিয়ে ও ইট-পাটকেল মেরে আহত করে।

আহতরা হলেন মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক মিন্টু মোল্লা ও মামুন মিয়া এবং কনস্টেবল আনিস ও নায়েব আলী। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয় আহত পুলিশদের পক্ষ থেকে। কিন্তু থানায় এই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

আহত চার পুলিশ সদস্য জানিয়েছেন, তাদের উপর হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কয়েকবার অভিযোগ দিলেও তিনি তাদের অভিযোগগুলো গ্রহণ করেননি। একজন পুলিশ সদস্য বলেন, ‘আমরা পুলিশ সদস্যরা ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়েছি। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘এসআইসহ চার পুলিশ সদস্যদের উপর হামলার যে অভিযোগ উঠেছে, তা এমন কোন ঘটনা না যে, থানায় মামলা হবে। এখন পর্যন্ত কেউ আমার কাছে কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি।’

একই দিন দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন কুমিল্লারই দাউদকান্দি থানার কনস্টেবল মো. হাসান। ওই রাত পৌনে নয়টার দিকে হাসান গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে দাউদকান্দি থানায় যাচ্ছিলেন। হাসানপুর এলাকায় দুস্কৃতকারীরা মোটর সাইকেলের গতিরোধ করে হাসানকে কুপিয়ে আহত করে।

এই ঘটনায় হাসানের বাবা মানিক জমদ্দার বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে এই মামলারও আসামি গ্রেপ্তার হয়নি এখনও। এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক আকাশকে বলেন, ‘আমরা হামলার বিষয়টি নিয়ে তদন্ত করছি। আশা করি পুলিশের উপর হামলাকারীদের শিগগির আইনের আওতায় আনতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

কুমিল্লায় পুলিশ পেটানোর মামলা নিতে পুলিশেরই অনাগ্রহ

আপডেট সময় ১১:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীরা চার পুলিশ সদস্যকে পেটানোর ঘটনায় নয় দিনেও হামলাকারী কাউকে আটক করা যায়নি। এমনকি আহত পুলিশ সদস্যরা মামলা করার চেষ্টা করেও পারেননি। ।

গত ২৭ নভেম্বর রাতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খোদাইভিটা এলাকায় মাদক বিক্রির অভিযোগে মো. শহিদ নামে একজনকে আটক করে পুলিশ। আটকের জের ধরে উপজেলা ছাত্রলীগের কয়েকজন সদস্য পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্যকে পিটিয়ে ও ইট-পাটকেল মেরে আহত করে।

আহতরা হলেন মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক মিন্টু মোল্লা ও মামুন মিয়া এবং কনস্টেবল আনিস ও নায়েব আলী। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয় আহত পুলিশদের পক্ষ থেকে। কিন্তু থানায় এই অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

আহত চার পুলিশ সদস্য জানিয়েছেন, তাদের উপর হামলাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কয়েকবার অভিযোগ দিলেও তিনি তাদের অভিযোগগুলো গ্রহণ করেননি। একজন পুলিশ সদস্য বলেন, ‘আমরা পুলিশ সদস্যরা ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়েছি। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘এসআইসহ চার পুলিশ সদস্যদের উপর হামলার যে অভিযোগ উঠেছে, তা এমন কোন ঘটনা না যে, থানায় মামলা হবে। এখন পর্যন্ত কেউ আমার কাছে কোন লিখিত অভিযোগ নিয়ে আসেনি।’

একই দিন দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন কুমিল্লারই দাউদকান্দি থানার কনস্টেবল মো. হাসান। ওই রাত পৌনে নয়টার দিকে হাসান গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে দাউদকান্দি থানায় যাচ্ছিলেন। হাসানপুর এলাকায় দুস্কৃতকারীরা মোটর সাইকেলের গতিরোধ করে হাসানকে কুপিয়ে আহত করে।

এই ঘটনায় হাসানের বাবা মানিক জমদ্দার বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে এই মামলারও আসামি গ্রেপ্তার হয়নি এখনও। এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক আকাশকে বলেন, ‘আমরা হামলার বিষয়টি নিয়ে তদন্ত করছি। আশা করি পুলিশের উপর হামলাকারীদের শিগগির আইনের আওতায় আনতে পারব।’