অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানের সেনাবাহিনীর এক অভিযানে ওমর খেতাব নামে আল-কায়েদার এক শীর্ষ নেতা সহ অন্তত ৮০ জন নিহত হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ওমর খেতাব ওমর মানসুর হিসেবেও পরিচিতি। আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি এক বিবৃতিতে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আইইউভিএম প্রেস
আফগানিস্তান সেনাবাহিনীর এ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করা হয়। গজনী, পাকতিয়া ও জাবুলে দেশটির সেনাবাহিনী এ অভিযান চালায়। এর আগে আফগানিস্তানে তালেবান দুই শীর্ষ নেতা দেশটির দক্ষিণাঞ্চল প্রদেশ হেলমান্দে নিহত হয়। হেলমান্দের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে ওই অভিযানে মুসা কালা ও গ্রেস্ক জেলায় দুই শীর্ষ স্থানীয় তালেবান নেতা সহ ৯ তালেবান নিহত হয়।
আরেক বিবৃতিতে জানানো হয় গ্রেস্ক-মুসাকালা মহাসড়কে বিমান হামলায় ছায়া জেলা গভর্নর দাউদ আলতাফ সহ আরো ৫ তালেবান সন্ত্রাসী মারা গেছে। নিহতদের একজন সিনিয়র তালেবান নেতা মোল্লাহ নাসির বলে জানা গেছে যিনি মুসাকালা জেলায় নিহত হন। মোল্লা নাসির হেলমান্দ সহ আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনার দায়িত্বে ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 

























