ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

শিশুদের লাইব্রেরি মুখী করতে সরকার কাজ করছে: সংস্কৃতি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান সরকার শিশুদের লাইব্রেরি মুখী করতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র ঐক্যবদ্ধভাবে মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত ‘বিয়োন্ড এক্সেস বাংলাদেশ’ প্রকল্পটি এ উদ্যোগেরই একটি অংশ উল্লেখ করে নূর বলেন, শিশুদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ আরো বেশী নেয়া জরুরি।

মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত বিয়োন্ড এক্সেস বাংলাদেশ প্রকল্পের ‘সাক্ষরতার জন্য পাঠাগার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি, বাংলাদেশের অফিস অব পপুলেশন, হেলথ, নিউট্রিশন এ্যান্ড এডুকেশনের অফিস ডিরেক্টর ক্যারল ভাসকুয়েজ এবং আইরেক্স এর রিজিওনাল ডিরেক্টর আরি কার্টজ।

মন্ত্রী বলেন, শিশুদের শৈশবকালকে আনন্দময় এবং তাদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশপাশি সংস্কৃতি চর্চা জরুরি। সরকার এ বিষয়টির দিকেই এখন যথেষ্ট গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে বাদ্যযন্ত্র এবং দেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোতে একজন করে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় দেশের লাইব্রেরিসমূহকে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের কথা মাথায় রেখেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

এ সময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের সংস্কৃতি চর্চার উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনস্টাইন যখন যেখানে যেতেন, সাথে একটি বক্স বয়ে বেড়াতেন। যার ভেতরে থাকত একটি বেহালা। শুধু শিশুদের জন্য নয়, সরকার প্রবীণদের জন্যও বিশেষায়িত লাইব্রেরি প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌর ঝড়ের প্রভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বড় পরিবর্তন

শিশুদের লাইব্রেরি মুখী করতে সরকার কাজ করছে: সংস্কৃতি মন্ত্রী

আপডেট সময় ০১:৪৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বর্তমান সরকার শিশুদের লাইব্রেরি মুখী করতে কাজ করছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র ঐক্যবদ্ধভাবে মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত ‘বিয়োন্ড এক্সেস বাংলাদেশ’ প্রকল্পটি এ উদ্যোগেরই একটি অংশ উল্লেখ করে নূর বলেন, শিশুদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ আরো বেশী নেয়া জরুরি।

মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলন কক্ষে সেভ দ্য চিলড্রেন দ্বারা বাস্তবায়িত বিয়োন্ড এক্সেস বাংলাদেশ প্রকল্পের ‘সাক্ষরতার জন্য পাঠাগার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডি, বাংলাদেশের অফিস অব পপুলেশন, হেলথ, নিউট্রিশন এ্যান্ড এডুকেশনের অফিস ডিরেক্টর ক্যারল ভাসকুয়েজ এবং আইরেক্স এর রিজিওনাল ডিরেক্টর আরি কার্টজ।

মন্ত্রী বলেন, শিশুদের শৈশবকালকে আনন্দময় এবং তাদের মানসিক বিকাশে লেখাপড়ার পাশপাশি সংস্কৃতি চর্চা জরুরি। সরকার এ বিষয়টির দিকেই এখন যথেষ্ট গুরুত্বারোপ করছে। এ লক্ষ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে বাদ্যযন্ত্র এবং দেশের জেলা শিল্পকলা একাডেমিগুলোতে একজন করে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় দেশের লাইব্রেরিসমূহকে আধুনিকায়ন ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের কথা মাথায় রেখেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

এ সময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের সংস্কৃতি চর্চার উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনস্টাইন যখন যেখানে যেতেন, সাথে একটি বক্স বয়ে বেড়াতেন। যার ভেতরে থাকত একটি বেহালা। শুধু শিশুদের জন্য নয়, সরকার প্রবীণদের জন্যও বিশেষায়িত লাইব্রেরি প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।